একজনের রোজা আরেকজন রাখতে পারবে!

প্রশ্ন: একজনের রোজা আরেকজন রাখতে পারবে কি?
উত্তর: কোন শারীরিক ইবাদত একজন আরেকজনেরটি আদায় করতে পারবে না। নিজের রোজা নিজেকেই রাখতে হবে। অন্য কেউ রাখলে, আদায় হবে না।
তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খন্ড-২, পৃষ্ঠা-৪০২, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-৪২২
উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী
খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: