রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন

রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর গাউছিয়া কমিটির প্রস্তুতি
মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ)। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির জন্ম হয় ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল। এটি অবিস্মরণীয় দিবস। বাংলাদেশসহ মুসলিম বিশ্ব এ দিন আল্লাহর শোকরিয়া জানানার্থে মহাসমারোহে ‘ঈদে-এ মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে।
প্রতি বছরের মত এ বছরও রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগরীর গাউছিয়া কমিটি রাজশাহী মহানগর শাখা। এদিন সকাল সাড়ে ৮ টার দিকে শত শত জনতাকে নিয়ে বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪নং গলি থেকে আনন্দ শোভাযাত্রা আরম্ভ হবে।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহখদুম রুপোশ(রহ:)দরগাহ শরীফে চাদর পুশী শেষে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪নং গলিতে জামায়েত হবে। পরে পবিত্র মিলাদ মাহফিল ও দরুদ সালাম ও কেয়াম এবং সমস্ত মুসলিম উম্মার এবং দেশও জাতির শান্তি কামনাকরে মোনাজাত অনুষ্ঠিত হবে।
মোনাজাত পরিচালনা করবেন,মসজিদটির খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী । মোনাজাত শেষে প্রায় পাঁচ হাজার প্যাকেট তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: