রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


পণ্যক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ করা কি জায়েজ?


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২১ ১৭:২১

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৮:১৩

প্রতীকী ছবি

প্রশ্ন: আমাদের দেশে অনেক কোম্পানি বা দোকান মালিকরা এভাবে অফার দেয় যে, তাদের পণ্যটি ওই শোরুম থেকে কিনলে এতো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এভাবে পণ্য ক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ কি জায়েজ?

উত্তর: পণ্যের দাম কমিয়ে রাখা এটা বিক্রেতার ইচ্ছাধীন। তাই পণ্যক্রয় করার পর ক্যাশব্যাক প্রদান এটি বিক্রেতার পক্ষ থেকে পণ্যমূল্য কমিয়ে দেওয়ার হুকুমে হবে। সেই হিসেবে ক্যাশব্যাক গ্রহণ করাতে কোনো সমস্যা নেই।

তথ্যসূত্র: হেদায়া ৩/৭৫, মাজমাউল আনহুর ৩/১১৫, দুররুল মুখতার ৭/৩৭৯

উত্তর দিয়েছেন- মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা।



আপনার মূল্যবান মতামত দিন:

Top