রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সাকিবের পুত্রসন্তানের নাম আইজাহ


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২১ ০১:৩৭

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:২৪

ছবি: জার্সিগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের পুত্র সন্তানের নাম লেখেন সাকিব

গত রমজানে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। আর এই রমজানে তৃতীয় সন্তানের বাবা হন তিনি। এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই মেয়ের পর ছেলের মুখ দেখলেন সাকিব।

একমাত্র ছেলের নাম কী রাখবেন সাকিব, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। এতোদিন ধরে ছেলের মুখখানাও ঠিক করে ভক্ত-অনুরাগীদের দেখাননি সাকিব। অবশেষে ছেলের নাম জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান। আইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্টকরণ’, ‘বর্ণনামূলক’।

বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। তার পরিবারের সবাইকে জার্সি উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই জার্সিগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের পুত্র সন্তানের নাম লেখেন সাকিব।

সাকিব লিখেছেন, ‘আমাদের ছেলে আইজাহ আল হাসানকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আর আমরাও এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না বাবা! আমার পরিপূর্ণ পৃথিবী।’

প্রসঙ্গত, সাকিবের বড় মেয়ের নাম আলায়না আল হাসান এবং ছোট মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তানের নাম ইরাম আল হাসান।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top