রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


কোপায় ১০ দলের পাঁচটিতেই করোনার হানা


প্রকাশিত:
২০ জুন ২০২১ ০০:২৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৪৪

ফাইল ছবি

ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের ঘোষণা দেওয়ার সময় কনমেবল কর্তৃপক্ষ বলেছিল, ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ ক্রীড়া ইভেন্ট’ হতে চলেছে কোপা আমেরিকা। সেটা যে কত বড় ভুল ধারণা ছিল, তা দিনে দিনে প্রমাণ হচ্ছে। কোপায় প্রতিদিনেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা একলাফে পৌঁছে গিয়েছে ৮২ তে।

ব্রাজিলীয় সরকারের ভাষ্যমতে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে সংশ্লিষ্ঠদের মধ্যে আগের দিনের তুলনায় আরো ১৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইভেন্টের সঙ্গে জড়িত ৬,৯২৬ জনের করোনা টেস্ট করানো হয়েছে। এদের মধ্যে ৩৭ জন খেলোয়াড়, ৪৫ জন কর্মী রয়েছেন। এতে কোপায় অংশগ্রহনকারী ১০ দলের মধ্যে ৫ দলেই হানা দিয়েছে এই ভাইরাস। দলগুলো হচ্ছে- ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও চিলি।

এছাড়া টুর্নামেন্টের সবগুলো আয়োজক শহর রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোয়ানিয়ায় বেড়েছে করোনা সংক্রমণের হার।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top