রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ইমাম মাহমুদুল্লাহ, জিম্বাবুয়েতে ঈদ জামাত টাইগারদের


প্রকাশিত:
২১ জুলাই ২০২১ ২৩:৪৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১২

ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে ঈদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় টাইগারদের। ঈদও উদযাপন করলেন সেই আনন্দ ভাগাভাগি করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে জিম্বাবুয়েতে। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। আজ বুধবার জিম্বাবুয়েতে ঈদ উদযাপন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে ঈদের নামাজ আদায় করেছেন তারা। নামাজে ইমামতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২১ জুলাই) হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ইমামের ভূমিকায় অবস্থান করছেন।

পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই নিজেদের পকেটে পুড়েছে সফরকারীরা। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুলাই) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top