রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নেইমার-এমবাপ্পের নৈপুণ্যে মেসিহীন পিএসজির জয়


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ১৯:৪৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:১৬

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির অনুপস্থিতিতে নেইমার-এমবাপ্পে ম্যাজিকে লিগে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বোর্দোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বোর্দোর মাঠে লিড নিতে বেশি সময় নেয়নি পিএসজি। ২৬ মিনিটে এমবাপ্পের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠান নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার গোলেই এগিয়ে যায় প্যারিসিয়ানরা।

এরপর ৪৩ মিনিটে আবারো এই জুটি ত্রাতা হয়ে আসেন অতিথি শিবিরে। এবারও এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন নেইমার। আর পূরণ করেন নিজের জোড়া গোল। বিরতির পর ফিরে ৬৩ মিনিটে উইজনালডামের বাড়ানো বলে এমবাপ্পের গোলে ব্যবধান ৩-০ করে পিএসজি।

এরপর ৭৮ মিনিটে এলিসের গোলে ব্যবধান কমায় বোর্দো। পরে ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আরো একটি গোল করে তারা। এবার স্বাগতিকদের হয়ে স্কোরখাতায় নাম তোলেন নিয়াং। যদিও তা ব্যবধান কমিয়েছে মাত্র। জয় নিয়ে শেষপর্যন্ত ঘরে ফিরেছে পোচেত্তিনোর দল।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top