রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


৪৯৩ রানেই ভারতের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০১৯ ২১:১৬

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:২১

ছবি: সংগৃহীত

আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নিয়েছে তারা।


ফলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেছেন।

এর আগে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top