রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রুটকে অধিনায়কত্ব নিয়ে ‘সবক’ দিলেন পন্টিং


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০২:৩০

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:২১

ফাইল ছবি

অ্যাশেজে যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না ইংল্যান্ডের। ৫ ম্যাচের সিরিজ, প্রথম দুটিতেই সফরকারীরা হেরে গেছে বেশ বড় ব্যবধানে। জো রুট ব্যাট হাতে রান পেয়েছেন ঠিক, কিন্তু তার নেতৃত্ব সন্তুষ্ট করতে পারছেন না। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের পর এক মন্তব্যে বিপাকেই পড়েছেন তিনি।

তাকে রীতিমতো অধিনায়কত্বের সবক দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। মাঠে রুটের কাজটা কী সেটাই বুঝতে পারছেন না তিনি। বলেছেন, অধিনায়কের কথা না শুনলে বোলারদের আর বোলিংয়ে না আনতে। দিয়েছেন আরও বেশ কিছু পরামর্শ।

পন্টিং বলেছেন, ‘রুটের কথা যখন শুনেছি, অল্পের জন্য চেয়ার থেকে পড়ে যাইনি। তাহলে বোলারদের বদলানোর দায়িত্বটা কার? তুমি কেন অধিনায়ক? যদি তুমি বোলারদের লেন্থে বল করতে বলতেই না পারো, তাহলে মাঠে কাজটা কী?’

তিনি আরও বলেন, ‘জো রুট ফিরে আসতে এবং যা ইচ্ছে করতে পারে। কিন্তু অধিনায়ক হলে, আপনার এই সক্ষমতা থাকতে হবে বোলার কোথায় বল করবে আর করবে না তাতে তোমার ইচ্ছের ভূমিকা থাকতে হবে। যদি তারা কথা না শুনে, তাদের বোলিং দিও না, এটা সহজ ব্যাপার।’

‘অন্য কাউকে সুযোগ দাও বোলিং করতে। অথবা মাঠে তাদের কড়া কথা শুনিয়ে দাও এবং বলো তুমি আসলে কী চাও। এটাই অধিনায়কত্বের সবকিছু।’

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top