রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


আইসিসির বর্ষসেরা মনোনয়ন পেলেন সাকিব


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২১ ০৩:৪৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:২৯

ফাইল ছবি

২০২১ সালের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন সাকিব। বাকি তিন ক্রিকেটার—পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারাত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ২৭৭ রান করেছেন সাকিব। এর মধ্যে অর্ধশতক আছে দুটি । ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট

 

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top