রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের কার্তিক


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ০৩:৫৯

আপডেট:
৫ মে ২০২৫ ০১:২৮

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে একের পর এক ঘটছে অঘটন। আজ বিশ্বকাপের তৃতীয় দিনে এখন পর্যন্ত অঘটন না ঘটলেও রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বোলার কার্তিক মিয়াপ্পান। 

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আরব আমিরাত। জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের স্পিনার কার্তিক মিয়াপ্পান। ম্যাচের ১৫তম ওভারে লঙ্কান তিন মিডেল অর্ডার ব্যাটারকে সাজঘরের পথ দেখান এ লেগ স্পিনার।  

১৫তম ওভারে ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ২২ বছর বয়সী এ বোলার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন এ লেগ স্পিনার। ২০২১ সালে গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা, নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি ২০০৭ সালে হ্যাটট্রিক করেছেন। 

আরপি/ এসএডি-04



আপনার মূল্যবান মতামত দিন:

Top