রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সাকিবদের জয়ে বাফুফের অভিনন্দন


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ০৫:১৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৪১

সংগৃহিত

২০০৭ থেকে ২০২২ বিশ্বকাপ আসে যায়, বাংলাদেশের দ্বিতীয় পর্বের জয়টা অধরাই রয়ে যায়। অবশেষে অষ্টম আসরে এসে নিয়তিটা বদলেছে টাইগারদের। আজ হোবার্টে বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতেই গড়া হয়ে গেছে ইতিহাস। ১৫ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে প্রথম জয় পেল বাংলাদেশ। টাইগারদের এই জয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ৯ রানে জয় পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বাফুফের অফিশিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয় যাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে। বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে। ’

আরপি/ এসএইচ ১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top