রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


শেষ বলে বাংলাদেশের হৃদয় ভাঙা হার


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২২ ০৪:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:২৩

সংগৃহিত

রোমাঞ্চের চোরাবালিতে বারবার ডুবলো ম্যাচ। চিত্রনাট্যে লেখা হলো বৃষ্টিও।

লিটন দাস অসাধারণ হলেন আরও একবার। মনে করিয়ে দিলেন তাকে নিয়ে করা ইয়াশ বিশপের ‘মোনালিসা আঁকা’ ধারাভাষ্য। তার এনে দেওয়া মোমেন্টাম কাজে লাগাতে পারলেন না পরের ব্যাটাররা। বৃষ্টির পর লিটন দ্রুত ফিরতেই ছন্দ হারালো বাংলাদেশ।

আরও একবার হতে হতেও হলো না বাংলাদেশের ভারতকে হারানো। তবুও ম্যাচের পর উজ্জ্বল হয়ে থাকল তাসকিন আহমেদের গতি, হাসান মাহমুদের ঘুরে দাঁড়ানো, লিটন দাসের শিল্পীর তুলিতে আঁকা কার্যকর ইনিংস। শেষ অবধি ফল অবশ্য বলে দেবে- ভারতের কাছে বাংলাদেশের হারের ব্যবধান একেবারে কমও নয়।

বুধবার অ্যাডিলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। কিন্তু ১৪৫ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

আরপি/ এসএডি-8



আপনার মূল্যবান মতামত দিন:

Top