লিটন-রনির ব্যাটে আক্রমণাত্মক টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সে ম্যাচ ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির কারণে আইরিশদের যথাসময়ে মাঠে গড়ায়নি, বৃষ্টির বাগড়ায় তিন ওভার কমিয়ে নিয়ে আনা হয়েছে ম্যাচের দৈর্ঘ্য। এদিকে ব্যাট করতে নেমে লিটন রনির ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে সাকিব আল হাসানের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ৭৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে টাইগার দুই ওপেনার লিটন কুমার দাস-রনি তালুকদার ব্যাটে ভালো সূচনা করে বাংলাদেশ। এই দুই ব্যাটার প্রথম ওভারে তুলেন ৮ রান। তবে দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় টাইগাররা।
এরপর ইনিংসের সময় বাড়তে লিটনের ব্যাট আরও চড়া হতে থাকে আইরিশ বোলারদের উপর। এই দুই জুটি মিলে গড়েন ২১ বলে ৫০ রানের জুটি। এরপর উইকেটে চড়া হতে থাকেন রনিও। এই দুই জুটে মিলে বৃষ্টি আইনের পওয়ার প্লেতে গড়েন ৭৩।
আরপি/এসআর-১২
বিষয়: টি-টোয়েন্টি সিরিজ ক্রিকেট
আপনার মূল্যবান মতামত দিন: