রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ক্রিকেট বিশ্বকাপের জার্সি উন্মোচন করল পাকিস্তান


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৩ ০০:২৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:৪৫

ছবি: সংগৃহীত

অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরেই মধ্যে ঘোষণা হয়েছে বিশ্বকাপের সূচি। তবে ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহন নিয়ে ছিলো ধোয়াশা। সেই ধোয়াশা কাটিয়ে বাবর-রিজওয়ানদের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে তাদের সরকার। এদিকে বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে সমর্থকদের আগ্রহেরও কমতি থাকে না নতুন জার্সির দিকে।

তারেই ধারবাহিকতায় ২০২৩ বিশ্বকাপ উপলক্ষ্যে জার্সি উন্মোচন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার আনুষ্ঠানিকভাবে বাবর আজমদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করা হয়। যথারীতি পাকিস্তানের জার্সির রং সবুজ।

আরও পড়ুন: দ. আফ্রিকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

সমর্থকেরা চাইলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল জার্সি প্রি-অর্ডারও করতে পারবেন এখন থেকেই। দুদিন আগেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। সেই আনন্দের মাঝেই বিশ্বকাপের জার্সি প্রকাশ করল দেশটি।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ৩১ অক্টোবর। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top