রাজশাহী শুক্রবার, ১৫ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে ‘পাগলপ্রায়’ ইংল্যান্ডের এই খেলোয়াড়


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ১৬:১৭

আপডেট:
১৫ আগস্ট ২০২৫ ১৫:৪১

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার

লকডাউনের এই সময়টায় একেকজন একেক কাজ করে সময় কাটাচ্ছেন। আর জোফরা আর্চারের সময় চলে যাচ্ছে, সাধের মেডেলটি খুঁজতে খুঁজতে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই পেসার যে হারিয়ে ফেলেছেন তার টুর্নামেন্ট জেতা মেডেলটিই!

সম্প্রতি বাসা বদলাতে গিয়ে মূল্যবান বিশ্বকাপ মেডেলটি হারিয়ে বসেন জোফরা আর্চার। তার বিশ্বাস, বাসারই কোনো এক জায়গায় আছে সেটি। এরপর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, এখন পর্যন্ত পাননি।

বিবিসি রেডিও ফাইভের সঙ্গে এক লাইভে আর্চার বলেন, ‘একজন আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। সেটা দেয়ালে যেখানে লাগাই, তার ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।’

কিন্তু বাসা বদলানোর সময় আর তার খেয়াল ছিল না সেটা আলাদা করার কথা। ফলে মূল্যবান সেই পদকটি হারিয়ে ফেলেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ এই পেসার।

বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার করা এই পেসার বলেন, ‘আমি ফ্ল্যাট বদলেছি, নতুন দেয়ালে ছবিটা ঠিকই আছে কিন্তু মেডেলটা পাইনি। গত গত এক সপ্তাহে আমি বাড়ি পুরোটা উল্টেপাল্টে দেখেছি। তারপরও সেটা পাইনি।’

আর্চারের বিশ্বাস বাড়িতেই মেডেলটা কোথাও থাকবে। তিনি বলেন, ‘আমি জানি এটা বাড়িতেই কোথাও থাকার কথা। আমি সব কিছুই দেখছি। কিন্তু পাচ্ছি না। এটা খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার অবস্থা।’

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top