রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ক্লাস এইট থেকে দেখে আসছি, সাব্বির বরাবরই এরকম: সানি


প্রকাশিত:
২ জুন ২০২০ ০৩:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৭

ছবি: ক্রিকেটার সাব্বির রহমানের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু এআর খান সানি

ক্রিকেটার সাব্বির রহমানের সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন তারই ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু এআর খান সানি। পরিচ্ছন্নকর্মীকে পেটানোর ঘটনা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী পোস্ট’র সঙ্গে কথা বলেছেন তিনি।

সানি বলেন, 'আমরা ক্লাস সিক্স থেকে পড়তাম একসাথে। ক্লাস এইট থেকে সাব্বিরকে দেখে আসছি। ও বরাবরই এরকম।'

তিনি আরও বলেন, 'আমাদের কয়েকজন ফ্রেন্ড ছিল যাদের খুবই রাগ। আমি এবং সাব্বিরও খুব রাগতাম। তবে ওর রাগটা একটু বেশিই।'

এর আগে গতকাল রোববার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নকর্মীকে পিটিয়ে বিতর্কের জন্ম দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট সাব্বির রহমান। অবশ্য প্রথমে পেটানোর বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ওই পরিচ্ছন্নকর্মীর কাছে ক্ষমা চান তিনি।

প্রসঙ্গত, এর আগেও রাজশাহী বিভাগীয় ‍ক্রিকেট স্টেডিয়ামে এক দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হন ক্রিকেটার সাব্বির রহমান।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top