রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


আইপিএল আরব আমিরাতে, প্রস্তুতিও সম্পন্ন!


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ০২:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:৫৩

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল জমবে এবারও। সব প্রস্তুতি সম্পন্ন। তবে ভারতে নয়, হবে সংযুক্ত আরব আমিরাতে! অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত এখনও আসেনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সংযুক্ত আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি কবে শুরু, কবে শেষ হবে টুর্নামেন্ট-তারও একটা সিদ্ধান্ত হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএলের স্থগিত আসরটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেটা হবে ২৬ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত।

এর আগেও ২০১৪ সালে ভারতে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের কিছু অংশ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তাই আরব আমিরাতে আইপিএল আয়োজনের পূর্ব অভিজ্ঞতা থেকেই সবাই এর পক্ষে মত দিয়েছেন।

তবে আরব আমিরাতকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হলেও সেখানে দর্শক প্রবেশাধিকার থাকবে না। করোনার কারণে সব কটি ম্যাচই হবে 'ক্লোজডোর'। এতে অবশ্য কোনো সমস্যা দেখছে না দলগুলো। আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন, ‘এটা কোনো সমস্যা নয়। আইপিএল মূলত টিভির জন্যই। যদি দর্শক আসেও, গেট থেকে ওত বেশি আয় হয় না।’

আরব আমিরাতে আইপিএল আয়োজনের আরেকটি সুবিধা হলো দুবাই, শারজাহ ও আবুধাবি স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি নয়। ফলে করোনা ঝুঁকি এবং খেলোয়াড়দের আনা নেয়ার ঝক্কি অনেকটাই কম হবে।

দুবাই স্পোর্টস সিটির হেড অব ক্রিকেট অ্যান্ড ইভেন্টস সালমান হানিফ বলেন, ‘স্টেডিয়ামে নয়টি উইকেট আছে, যদি বেশি ম্যাচ আয়োজন করতে হয় তবে অল্প সময়ের মধ্যেই সেটা সম্ভব। আর উইকেট ফ্রেশ রাখতে আমরা এখানে (আপাতত) কোনো ম্যাচ আয়োজন করব না।’


তারিখ মোটামুটি ঠিক হয়ে গেলেও আইপিএলের ১৩তম আসরটির চূড়ান্ত সূচি আসতে পারে আগস্টের প্রথম সপ্তাহে। যেসব ভারতীয় ক্রিকেটার আইপিএলে খেলবেন, তাদের পাঁচ সপ্তাহের ট্রেনিং ক্যাম্প হবে। এই ক্যাম্প শুরু হবে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top