করোনা শনাক্ত করতে স্মার্ট মাস্ক

গবেষকরা এবার বিশেষ ধরনের বায়োসেন্সর প্রযুক্তি তৈরি করেছেন, যা নিঃশ্বাসে কভিড-১৯ ভাইরাস আছে কিনা শনাক্ত করতে পারবে।
বায়োসেন্সর প্রযুক্তি মাত্র ৯০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে সক্ষম। বায়োসেন্সর কেএন৯৫ মাস্কের সঙ্গে যুক্ত থাকবে। এতে মাস্ক পরিহিত ব্যক্তির যদি করোনা পজিটিভ হয়ে থাকে, তবে তা ধরা পড়বে।
যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ওয়েস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।
অবশ্য এজন্য গবেষকরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নিয়েছেন। প্রযুক্তিটি নিয়ে ন্যাচার বায়োলজিক্যাল জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
আরপি/এসআর-০৯
বিষয়: স্মার্ট মাস্ক বায়োসেন্সর
আপনার মূল্যবান মতামত দিন: