রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বুস্টার ডোজ দিতে আপডেট করা হচ্ছে সুরক্ষা অ্যাপ


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০৩:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:৫৮

ফাইল ছবি

করোনা টিকার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এখন সীমিত আকারে ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। টিকাগ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা টিকা দিতে পারবেন।

তিনি জানান, এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে দেওয়া শুরু হবে। এখন তা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ ৭ কোটি ও দ্বিতীয় ডোজ সাড়ে ৪ কোটি মানুষকে দেওয়া হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে টিকা একটি বড় কার্যকরী ভূমিকা রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

ওমিক্রন ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

আরপি/এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top