রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

নতুন আইফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ০৬:৪৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৯:১১

সংগৃহিত

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উন্মোচিত হচ্ছে আইফোন ১৪। এই ফোনে থাকছে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে কল, বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধা। সম্প্রতি এমন খবরে অ্যাপলপ্রেমীদের মনে চাঞ্চল্য দেখা দিয়েছে।

সূত্র বলছে, সরাসরি কৃত্রিম উপগ্রহে কানেক্ট করবে আইফোন ১৪। টেক্সট-ছবি পাঠিয়ে ভয়েস কলও করা যাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। যেখানে কোন কোম্পানির ফোনের নেটওয়ার্ক নেই, সেখানেও চালানো যাবে নতুন আইফোন।

সম্প্রতি টুইটারে এই খবরটি জানিয়েছে অ্যাপল ট্র্যাক, যারা বিভিন্ন অ্যাপল ডিভাইস সম্পর্কে খবর করে। টুইটারে অ্যাপল ট্র্যাক একটি ছবিও শেয়ার করেছে, যাতে আইফোন ১৪ এর একটি ডামি ইউনিট দেখা গিয়েছে। আর তার ব্যাকড্রপে রয়েছে মহাকাশের ছবি। অ্যাপল ট্র্যাক এর আগেও আইফোন ১৪ এর নীল, বেগুনিসহ আরও বিভিন্ন ডামি ইউনিট প্রদর্শন করেছিল।

খবরটি জানিয়ে অ্যাপলের টুইটার অ্যাকাউন্টে থেকে লেখা হয়েছে, নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যাপল তার আইফোন ১৪ এর জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি লঞ্চ করবে। প্রাথমিক ভাবে পরিষেবাটি কেবল মাত্র টেক্সট করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে ছবি এবং ভয়েস কলিংয়ের সাপোর্টও মিলবে।

অ্যাপল তার আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর উন্মোচন করতে চলেছে ‘ফার আউট’ শীর্ষক ইভেন্ট থেকে।

আরপি/ এসএইচ ২০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top