রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

ভিডিও কলে চিকিৎসাসেবা নিতে পারবেন দেশবাসী


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ০০:২৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:৫২

ছবি: সংগৃহীত

রোগীরা যাতে ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারেন, সেজন্য টেলি মেডিসিন সেবা চালু করেছে রাজধানীর শ্যামলীর সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

অনেক হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে অন্যান্য রোগের চিকিৎসার সুযোগ সীমিত হয়েছে। অনেকে করোনা আতঙ্কে হাসপাতালে আসছেন না। এসব সমস্যা সমাধানে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ নিয়েছে হাসপাতালটি।

রোববার (৫ এপ্রিল) দুপুরে টেলি মেডিসিন সেবার উদ্বোধন করেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকেই হাসপাতালে আসতে পারছেন না। তাদের চিকিৎসাসেবা দিতে এই টেলি মেডিসিন সেবা অনেক কাজে আসবে। ঘরে বসেই রোগীরা সেবা পাবেন। এর মাধ্যমে বাংলাদেশে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার নতুন অধ্যায় চালু হলো।

হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান বলেন, 'আমরা টেলি মেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সব সময় অব্যাহত রাখব। ২৪ ঘণ্টা রোগীরা টেলি মেডিসিন সেবা পাবেন।'

স্কাইপি লিংক (ntbcp) ও ফেসবুক মেসেঞ্জার লিংক (https://web.facebook.com/chest.hospital.92) এর মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হান।

তিনি জানান, 'এই দুই লিংকে ভিডিও কলের সাধ্যমে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জানা হয়, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারের পাঠিয়ে দেওয়া হয়।'

এর আগে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিএমএর পক্ষ থেকে পিপিই ও সুরক্ষা সরঞ্জাম দেন মোস্তফা জালাম মহিউদ্দিন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top