রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপ ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক!


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ০২:১৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৫৩

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বল্পমূল্যের ইন্টারনেট এবং সাধ্যের স্মার্টফোনের এর প্রধান কারণ। ফলে শহরের পাশাপাশি গ্রামেও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে।

একই সঙ্গে বেড়েছে নানা ধরণের অ্যাপের সংখ্যা। সম্প্রতি ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে ভারতের ইন্টারনেট ব্যবহারের চিত্র প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গ্রামাঞ্চলে মোট ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৪১ শতাংশ মহিলা রয়েছেন। অন্যদিকে শহরে মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৪৩ শতাংশ মহিলা। একইভাবে গ্রামের দিকে ইন্টারনেট ব্যবহারকারীর হার প্রতিদিন ৮৯ শতাংশ, যখন শহরাঞ্চলে এই হার ৮৮ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগেরই বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে। দেশের মাত্র ১৯ শতাংশ ইন্টারনেট ইউজার কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।

তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হল ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার বেড়েছে। দেশটির গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের চেয়ে টিকটক বেশি ব্যবহার করছেন।

হোয়াটসঅ্যাপ এবং ফেসবুককে ছাপিয়ে গেছে টিকটক। বেড়েছে এমএক্স প্লেয়ার এবং রিলায়েন্স জিও টিভির মত অ্যাপের ব্যবহারও।

 

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top