রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

আগামীকাল ভার্চুয়াল আইডি কার্ড পাবেন ফ্রিল্যান্সাররা


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ১৭:২৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৫:৫২

ফাইল ছবি

আগামী বুধবার (২৫ নভেম্বর) থেকে ফ্রিল্যান্সারদের ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনের মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সোমবার (২৩ নভেম্বর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে এই কার্ড বিতরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকেই নিজেদের ভার্চুয়াল কার্ড গ্রহণ করতে পারবেন ফ্রিল্যান্সাররা। দেশ সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top