রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে Etiquette বিষয়ক সেশন অনুষ্ঠিত

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে “Career Journey On Etiquette and Corporate Behaviour-2025” বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টায় কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এ সেশনের আয়োজন করা হয়।
সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রামের স্পিকার নাইম আজাদ। তিনি কর্পোরেট পরিবেশে ব্যবহারের শিষ্টাচার, যোগাযোগ দক্ষতা ও পেশাগত আচরণ সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে শিষ্টাচারের গুরুত্ব এবং ক্যারিয়ার গঠনে সৌজন্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মণ্ডলী সভাপতি যোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম নূহ, কনভেনর অহিদুজ্জামান আন্তিকসহ ক্যারিয়ার ক্লাবের বর্তমান কার্যনির্বাহী সদস্য ও নবনিযুক্ত ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্পোরেট সংস্কৃতি, দলগত কাজের নীতি ও পেশাগত সৌজন্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন অব্যাহত থাকবে।
আরপি/আআ
বিষয়: রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব
আপনার মূল্যবান মতামত দিন: