রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিকাশ প্রতারক গ্রেফতার


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩২

আপডেট:
২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৭

ছবি প্রতিনিধি

রাজশাহীতে বিকাশে প্রতারণা করে টাকা নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রতারক গত ১০ অক্টোবর ২০১৮ বেলা ১১.৫৪ টায় সালাউদ্দীন বিশ্বাস নামের এক ব্যক্তির নিকট হতে তার বিকাশ একাউন্ট তথ্য ভুলের কারণে বন্ধ হয়ে যাবে বলে কৌশলে অন্যান্য তথ্য সহ পিন নম্বর নিয়ে প্রতারণা মূলকভাবে ৩২ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়। পরে রাজপাড়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান ও সন্ধান চিহ্নিত করে। আসামী সেলিম মিয়া (২৬), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম মৌকুড়ি (মহারাজপুর) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। পরে তার নিজ বাড়ী থেকে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরপি/ এসআই-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top