রাজশাহী বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মোবাইল কেড়ে নেয়ায় কিশোরের আত্মহত্যা


প্রকাশিত:
৫ মার্চ ২০২১ ২২:৫৯

আপডেট:
৮ মে ২০২৫ ০৩:১০

প্রতিকী ছবি

রাত জেগে মোবাইল দেখা নিয়ে বকা দেয়ায় এবং মোবাইল কেড়ে নেয়ায় আত্মহত্যা করেছে ইমন হোসেন খান নামে এক কিশোর। শুক্রবার ভোর রাতে নগরীর ডবলমুরিং থানাধীন রশিদ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন পিরোজপুর জেলার নাজিরপুল এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তার পরিবার চট্টগ্রামে বসবাস করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, প্রায় রাত জেগে মোবাইল দেখত ইমন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তার বড় বোন বকা দিয়ে মোবাইল কেড়ে নেয়।

এতে অভিযান করে শুক্রবার ভোর রাতে আত্মহত্যা করে ওই কিশোর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরপি/ এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top