রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


কোম্পানীগঞ্জে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২৮


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ১৯:২৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৫

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে।

বুধবার (১০ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মীর জাহেদুল হক রনি জানান, আটকদের বিষয়ে যাচাই বাছাই চলছে। কে কোন গ্রুপের লোক এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও পুলিশ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) বিকেল উপজেলা আ. লীগের প্রতিবাদ সভায় হামলার জের ধরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুরহাট বাজারের পৌরসভা প্রাঙ্গণ এলাকার বিভিন্ন স্থানে দফায় দফায় কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দু’গ্রুপের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়। আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক। এঘটনায় আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top