রাজশাহী শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২


ফাস্টফুড দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ০০:৫৬

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১৩:৩৯

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে নিজাম উদ্দিন (২৮) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১০টায় এ লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী।

নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ফাস্টফুড দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে নিহত নিজামের মরদেহ স্থানীয় লোকজন শ্যামলী মাদ্রাসার পেছনে পড়ে থাকতে দেখেন। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে নিজামকে অন্য কোথাও কে বা কারা হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top