ফের শুরু হলো ৭ দিনের লকডাউন
                                করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। গতকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই সাত দিন সাধারণ মানুষের অবাধ চলাচলসহ নানা বিষয়ের ওপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করে নির্দেশনাও জারি করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
এছাড়া বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
আরপি / আইএইচ
বিষয়: আজ থেকে শুরু হলো ৭ দিনের লকডাউন ফের শুরু হলো ৭ দিনের লকডাউন ৭ দিনের লকডাউন রাজশাহী লকডাউন! লকডাউন লকডাউনের আওতায় রাজশাহী জেলা লকডাউন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: