ঈদের পোশাক না পাওয়ায় কিশোরের আত্মহত্যা
                                গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঈদের জামা কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রানা বিশ্বাস (১৫)। সে একই গ্রামের আলামিন বিশ্বাসের ছেলে। রানা উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, রানা বিশ্বাস বাবার কাছে ঈদ উপলক্ষ্যে একটি নতুন জামা কিনে দেওয়ার বায়না ধরে। দরিদ্র বাবা আলামিন বিশ্বাস ছেলের এ বায়না পূরণে অপারগতা প্রকাশ করে।
এর পর বাবার ওপর অভিমান করে ছেলে বাড়ির পাশে একটি বটগাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-বাবা ও আত্মীয়স্বজনের কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
আরপি/এসআর-১২

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: