রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


গলায় ফাঁস দিয়ে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা


প্রকাশিত:
৯ মে ২০২১ ০৪:০৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৫৭

ছবি: সংগৃহীত

যশোরে চিরকুট লিখে সুজন সাহা (৩২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (০৮ মে) দুপুরে শহরের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন সাহা বেজপাড়ার বুনোপাড়া এলাকার স্বপন কুমার সাহার ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুবপরিষদের যশোর পৌর কমিটির সভাপতি ও যশোর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বাবা স্বপন কুমার সাহা বলেন, শনিবার বেলা ১১টার দিকে সুজন বাইরে থেকে বাসায় এসে ঘরে ঢোকে। এরপর বিকেল ৩টার দিকে তাকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাইনি। ভেতর থেকে ঘরের সিটকিনি দেওয়া ছিল। দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে সে ঝুলে রয়েছে। নিচে নামিয়ে দেখি সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, মৃত্যুর আগে সুজন একটি চিরকুট লিখে গেছে। যাতে লেখা তার মৃত্যুর জন্য কেউই দায়ী না। তার মরদেহ যেন ময়নাতদন্ত করানো না হয়। যশোর কেতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বিষয়টি নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরপি / এমবি-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top