রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


কাউনিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৮:০৭

ফাইল ছবি

কাউনিয়া থানা পুলিশ হাসমত আলী নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। হাসমত আলী কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম চাঁনঘাট গ্রামের আশরাফ আলী ছেলে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাসমত আলী দুইবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টার সেলিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ওই থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে হাসমত আলী কে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top