রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


অনুপ্রবেশের দায়ে ১৩ ভারতীয়সহ ট্রলার আটক


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫৮

ফাইল ছবি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৩ জেলে–মাঝিসহ ভারতীয় একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাগেরহাটের মোংলাসংলগ্ন এলাকা থেকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লে. কমান্ডার বি এন আমিরুল হক।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের সোনার বাংলা নামের একপি জাহাজ বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশ জলসীমার ভেতরে এসে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারটি আটক করা হয়েছে।’

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top