রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা ঘোড়াঘাট থানার এএসআই মালেক


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২১:১৬

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮

ছবি: সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় কর্মরত এএসআই আ. মালেক রংপুর রেঞ্জের চৌকস পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের (বিপিএম) পক্ষে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।

এএসআই মালেক ঘোড়াঘাট থানা এলাকায় গত মাসে ২১ জন আসামীসহ হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা জব্দ করেন। এছাড়াও ৪ টি মোটরসাইকেল, ১টি মিনি পিকআপ, ১০ টি মোবাইল ফোন, ১টি ইজিবাইক ও ৩টি চোরাই গরু উদ্ধারসহ যাবতীয় কর্মকাণ্ডে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আঃ মালেক।

এএসআই আ. মালেক রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম), দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম) বার ও ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top