ঘোড়াঘাট পৌর যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবলীগের এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় ওসমানপুর নিজ দলীয় কার্যালয়ে পৌর আহ্বায়ক ওয়াকার আহমেদ নান্নুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর যুবলীগের নেতাকর্মীদের এক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে নির্দেশ দেন ঘোড়াঘাট পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহমেদ নান্নু। তিনি বলেন, নৌকার জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরবো না।
এসময় ঘোড়াঘাট পৌর যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক মুরাদ মন্ডল, ৩নং যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য রাসেদ মুরাদ, আশরাফুল ইসলাম, এলেম, গোলাম রাব্বানী সন্জু, ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৩
বিষয়: ঘোড়াঘাট পৌর যুবলীগ আলোচনা সভা
আপনার মূল্যবান মতামত দিন: