রাজশাহী শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২


নিখোঁজের পাঁচ দিন পর ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০৯:৩২

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ০১:২৫

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর বাড়ীর পাশে ধান ক্ষেত থেকে মমতাজ উদ্দিন (মোস্তা মুন্সি) নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ গত বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর বিকালে বাজার যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হন উত্তর হরিশ্বর গ্রামের ইশার আলী মন্ডলের পুত্র মমতাজ উদ্দিন মোস্তা মুন্সি (৮০) ।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত এমন কী চার দিনেও খোঁজ মিলেনি তার। অবশেষে বৃহস্পতিবার সকালে একদল শ্রমিক জমিতে ধান কাটতে গিয়ে ধান ক্ষেতের আইলে মমতাজ উদ্দিন মোস্তা মুন্সির লাশ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা।

পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি মাসুমুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরপি/ এমএএইচ-২৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top