রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ঘোড়াঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ০৪:৫২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৫০

ছবি: র‌্যালী

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থাবক অর্পণ করা হয়।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top