রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বসতঘরে ট্রাক ঢুকে ঘুমন্ত দম্পতির মৃত্যু


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২১ ০০:১৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১৬

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বসতঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার কৃষক জয়নাল আবেদীন (৬০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৩৬)।

স্থানীয়রা জানান, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই জয়নালের বসতঘর। ভোরে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমিয়ে ছিল দুই সন্তান। তাদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন জানান, ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top