স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়ায় স্বামীর আত্মহত্যা
                                টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর অন্যত্র বিয়ের খবরে দুঃখে আত্মহত্যা করেছেন দিপক বাদ্যকর (২০) নামে এক যুবক। সোমবার রাতে উপজেলার আটিয়া মামুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
দিপক বাদ্যকর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর ঋষিপাড়া গ্রামের পঞ্চ বাদ্যকরের ছেলে।
পুলিশ জানায়, গত প্রায় এক মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। এতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সোমবার তিনি জানতে পারেন তার স্ত্রীর অন্যত্র বিয়ের কথা চলছে। এ ঘটনায় দিপক সারা দিন মন খারাপ করে থাকে। রাতে বসতঘরের ভেতরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তার লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি মো. রিজাউল হক জানান, দিপক স্ত্রী তাকে ছেড়ে এক মাস আগে চলে গেছে। স্ত্রীর অন্যত্র বিয়ের খবরে তিনি আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবাবের কাছে হস্তান্তর করা হবে।
আরপি/এসআর-১৪

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: