রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


নুরুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:১২

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৪৯

ছবি: ক্রিকেট টুর্নামেন্ট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালায় এস.এম.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মরণে ‘মরহুম নুরুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি আয়োজন করেছে শেহালা মিতালী ক্লাব।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খোয়াজ হোসেন। ডা. বাবুল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মরহুম নুরুল আমিনের ছেলে আসিফ মোস্তফাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘তেকালা ক্রিকেট একাদশ’ এবং রানারআপ হয় ‘বড় গাংদিয়া ক্রিকেট একাদশ’।

প্রসঙ্গত, মরহুম মোস্তফা নুরুল আমিন শেহালা গ্রামে ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে তিনি ১৯৯৪ সালে নিজ গ্রামে এস.এম.এন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে ৩০ নভেম্বর তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হবে পরলোক গমন করেন।

 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top