রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মায়ের কাছে হেডফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২২ ২২:১৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৮:১১

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) গলায় ফাঁস দেয়। ওই কিশোরী মোবাইলে গান শুনতে মায়ের কাছে হেডফোন না পেয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের সদরঘাট থানার ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ার নামে একটি বাসায় ঘটনা ঘটে।

শ্রেয়া একই এলাকার মো. সোলেমানের মেয়ে।

তিনি বলেন, মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোরী দরজা আটকে আত্মহত্যার চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top