ঘোড়াঘাটে পার্কের নাইট গার্ডকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের ঘোড়াঘাট ১ নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে মোজাম পার্ক আম বাগানে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৬ টায় এ হত্যাকান্ডের ঘটনা দেখতে পায় পার্কের ২য় নাইট গার্ড সাইদুল ইসলাম।
নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মৃত সবুজ মিয়া(২৫)। সবুজ মিয়া মোজাম পার্কের আবাসিকে নাইট গার্ড হিসেবে থাকতেন বলে জানা গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, কে বা কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: