রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


শোক দিবসে নোয়াখালীতে স্বেচ্ছায় রক্তদান


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২২ ০৪:০৬

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:১৬

ফাইল ছবি

নোয়াখালীতে শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান নোয়াখালী প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের হল রুমে নিজে রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সেসাইটির সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের পর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মীসহ ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপপরিচালক আবদুল করিমের সঞ্চালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনসহ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপি/ এসএইচ ০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top