রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


যশোরে প্রথম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ০৫:০৮

আপডেট:
৫ মে ২০২৫ ১০:১২

প্রতীকী ছবি

আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল যশোর প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ। সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম অফিসে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কাবাডি পরিষদের সভাপতি আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম সালেক ও মীর্জা আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামানসহ কাবাডি পরিষদের সদস্যববৃন্দ।

এসময় বিভিন্ন উপ কমিটি করা হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থা কাবাডি পরিষদ আয়োজিত প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয় সোহেল আল মামুন নিশাদকে।

এছাড়া নিবাস হালদারকে ফিকচার উপকমিটির আহ্বায়ক, শহিদুর রহমানকে মাঠ প্রস্তুত কমিটির আহ্বায়ক, সালাউদ্দীন দিলুকে রেফারি নিয়োগ উপকমিটির আহ্বায়ক, রোজালিনকে আইন শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক এবং দেলোয়ার হোসেন দিলসানকে প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক করা হয়।

আরপি/ এসএইচ ০৯

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top