রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২২ ১৮:৪২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:২৪

ছবি: সংগৃহীত

মা-বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নববধূকে ঘরে তুলবেন। সেই স্বপ্ন পূরণ করলেন পোল্যান্ড প্রবাসী রাজু আহমেদ দোলন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় চলন্তিকা খেলার মাঠে হেলিপ্যাডে এসে অবতরণ করে একটি হেলিকপ্টার।

জানা গেছে, রাজু আহমদ দোলন শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগম দম্পতির বড় পুত্র। কনে মোছা. আছমা আক্তার ইতি একই এলাকা মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের ছোট কন্যা।

এদিকে হেলিকপ্টারের উঠানামা দেখতে স্থানীয় জনগণের ছিল ব্যাপক ভিড়। বরযাত্রী ও আত্মীয়স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক মানুষ ছিল বেশি।

বর রাজু আহমেদ দোলন জানান, কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দেন। সেখানে ব্যবসার ওপর ডিপ্লোমা করে পোলান্ডে যান তিনি। পোলান্ডে গিয়ে প্রথমে একটি রেষ্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন। এখন পোল্যান্ডে চারটি রেষ্টুরেন্টের মালিক তিনি।

রাজু বলেন, চার ঘণ্টার জন্য হেলিকপ্টারের ভাড়া নিয়েছে দুই লাখ টাকা।

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top