রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


চা পানের সময় ভ্যান চুরি, জনতার হাতে ধরা চোর


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২২ ০৯:১৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৫

ছবি: রাজশাহী পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে চা পান করতে গিয়ে ভ্যান হারানোর ঘটনা ঘটেছে। পরে জানাজানি হলে স্থানীয় জনতা ভ্যানসহ চোর চক্রের একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

রোববার (১৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ঘোড়াঘাট-হিলি সড়কের দামপাড়া এলাকায় স্থানীয় জনতা ভ্যানসহ চোর চক্রের একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এর আগে ওই দিন রাত ৮টার দিকে ঘোড়াঘাটের কুলানন্দপুর গ্রামের আবু বক্কর ওসমানপুর বাজারে চা পান করার সময় ভ্যানটি চুরি হয়। 

আটককৃত চোর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের মেজবাউল মন্ডলের ছেলে বাধন মন্ডল। এ ঘটনায় আরও কয়েক জন পলাতক রয়েছেন। 

ঘটনাসূত্রে জানা যায়, আবু বক্কর রোববার ভ্যান চালানোর জন্য বের হয়। আনুমানিক রাত ৮ টায় ওসমানপুর বাজারে ভ্যান রেখে চা পান করতে গেলে ভ্যানটি চুরি হয়। বিষয়টি জানাজানি হলে সড়কের দামপাড়া এলাকায় স্থানীয় জনতা ভ্যানসহ চোর চক্রের একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চুরির একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

 

 

আরপি/এসআর-০৪


বিষয়: চুরি


আপনার মূল্যবান মতামত দিন:

Top