রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মাফলার পেঁচিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২২ ০৫:০২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৫৭

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী চয়ন কন্ঠ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কামদিয়া ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। উপজেলার করমজি গ্রামের শ্রী সজল কন্ঠের ছেলে চয়ন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার পর কোন এক সময়ে পরিবারের লোকজনের অজান্তে চয়ন কন্ঠ বসত ঘরের বাঁশের তীরের সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পিতা সজল কন্ঠের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন পুলিশ। তবে কি কারণ সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, প্রাথমিক ভাবে লক্ষণ দেখে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামালা রুজু হয়েছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top