রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে যুবকের কারাদন্ড


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩ ০৬:২১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৪

ছবি: রাজশাহী পোস্ট

নোয়াখালীর কবিরহাটে গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

দন্ডিত যুবকের নাম মো.হৃদয় (২৮)। সে জেলার সদর উপজেলার কালিতারা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বিকেলের দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অপরদিকে, হেলমেটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ৩টি পৃথক মামলায় ৩ জনকে সড়ক পরিবহন আইনে ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশ ও আনসার সদস্যরা।

 

 

আরপি/এসআর-০৩


বিষয়: কারাদন্ড


আপনার মূল্যবান মতামত দিন:

Top