রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, ৬ ডাকাত গ্রেফতার


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৩ ০২:৩২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৪০

ছবি: গ্রেফতার আসামিরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে অপহরণকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দিয়া চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাও লাউ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চুমুকাণ্ডের পর সমালোচনায়, পদ ছাড়তে নারাজ স্প্যানিশ ফুটবল প্রধান

গ্রেফতাররা হলেন শামীম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন।

অতিরিক্ত পুলিশ সুপার চাও লাউ মারমা বলেন, বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার ৬ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে অপহরণ করে। এ সময় তার কাছে থাকা ৯০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাত দলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, নতুন ভর্তি ১৫৯৪

এ সময় তাদের কাছ থেকে একটি গাড়ি, ৯০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ডিএমপি (ডিবি) লেখা একটি কটি, একটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, একটি হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top